দুর্দান্ত শুরুর পরও বাংলাদেশ ২১১ অলআউট
বৃষ্টির বাধায় টানা দুই দিন মাঠের বাইরেই ছিলেন ক্রিকেটাররা। রোববার সূর্য হেসে উঠতেই শুরু হয়ে ওয়েলিংটন টেস্ট। টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটাও ছিল আশা জাগানিয়া। তামিম ইকবাল ও সাদমান ইসলামের ব্যাটে মজবুত ভিত গড়ে নিয়েছিল সফরকারীরা। কিন্তু এরপরই ছন্দপতন! ১ উইকেটে যে দলটির সংগ্রহ ছিল ১১৯, তারাই কীনা এক পর্যায়ে ২১১ রানে অলআউট।